Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৬টি রোগের জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়
বিস্তারিত

প্রতিবছর দেশে প্রায় ৩ লক্ষ লোক এ সমস্ত রোগে মৃত্যুবরণ করে এবং ৩ লক্ষাধিক লোক ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হার্ট ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হচ্ছে। অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ সকল অসহায় ক্যান্সার, কিডনী এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত গরীব রোগীদেরকে এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করার লক্ষে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় কর্মসূচিটি বাস্তবায়নের জন্য এ কার্যক্রমটি বাস্তবায়ন করছে। এই কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা সমাজসেবা কার্যালয় ,মুন্সীগঞ্জ সদর , মুন্সীগঞ্জ   ৩১ জন ব্যক্তির মধ্যে ৬টি জটিল রোগের আর্থিক সহায়তা চেক বিতরণ করেন । উ্ক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোঃ আল জুনায়েদ। উল্লেখ্য যে সরকার ২০১৩-১৪ অর্থ বছর থেকে এই আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে।  

ডাউনলোড
প্রকাশের তারিখ
21/08/2022
আর্কাইভ তারিখ
01/01/2023